জুলাই বিপ্লবের পর ঘুষমুক্ত দেশ চেয়েছিলাম: ভিপি নুর

হোম পেজ » রাজনীতি » জুলাই বিপ্লবের পর ঘুষমুক্ত দেশ চেয়েছিলাম: ভিপি নুর
বুধবার ● ১৫ অক্টোবর ২০২৫


বক্তব্য রাখছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, জুলাই বিপ্লবের পর আমরা ঘুষ-দুর্নীতিমুক্ত দেশ আশা করেছিলাম। সরকারি অফিস-আদালতে দুর্নীতি বন্ধে প্রয়োজনে কর্মকর্তাদের বেতন দ্বিগুণ-তিনগুণ করা যেতে পারে, কিন্তু দুর্নীতি কোনোভাবেই চলতে পারে না।

বুধবার সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপা পৌর মঞ্চে সর্বসাধারণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন চিন্তা ও চিন্তার পরিবর্তন আনতে হবে। কিছুদিন আগে আমাদের ওপর হামলা হয়েছিল। হামলাকারীরা দেখতে চেয়েছিল, আমরা এক আছি কি না। তখন তারা দেখেছে বিএনপি, জামায়াতে ইসলামি ও অন্যান্য দল ঐক্যবদ্ধ। এই ঐক্য দেখে তারা পিছু হটেছে।

চলমান শিক্ষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে নুর বলেন, শিক্ষকদের বেতন সর্বোচ্চ হওয়া উচিত। শিক্ষকরা দেশের প্রথম শ্রেণির নাগরিক ও জাতির গুরু। তাদের ন্যায্য দাবি আদায়ে আমরা সম্পূর্ণ সংহতি জানাই।

তিনি আরও বলেন, নির্বাচনে রাজনৈতিক পেশিশক্তি ও কালো টাকার প্রভাব বন্ধে বাংলাদেশে পিআর পদ্ধতি চালু করা প্রয়োজন। এতে যে দল যত শতাংশ ভোট পাবে, সেই অনুপাতে সংসদে প্রতিনিধিত্ব পাবে। তাহলে আর কেউ একক ক্ষমতার অহংকার দেখাতে পারবে না।

নুর বলেন, আগের দিনের মতো রাতের ভোট, মারপিট ও দখলের রাজনীতি আর হবে না। গলাচিপা ব্রিজের কাজও দ্রুত শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বলেন, গলাচিপা-দশমিনা আমার নাড়ির সম্পর্কের জায়গা। এই এলাকা আমি একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

সভায় গলাচিপা উপজেলা জিওপি আহবায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সীর সঞ্চালনায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের জিওপি নেতারা উপস্থিত ছিলেন। এর আগে নুরুল হক নুর দশমিনা সদর, ঠাকুরবাজার, আরজবাগি ও উলানিয়ায় পথসভা করেন।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৪৪ ● ১৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ