দুমকিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালন
বুধবার ● ১৫ অক্টোবর ২০২৫


দুমকিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুজর মো. ইজাজুল হক বলেন, পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই রোগ প্রতিরোধের মূল চাবিকাঠি। আমরা চাই আগামী প্রজন্ম হাত ধোয়ার নায়ক হয়ে সুস্থ সমাজ গড়ে তুলুক।

---

সভায় সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোছাঃ নিপা বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির জালাল উদ্দিন ও সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শুরুতে শিক্ষার্থীরা হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করে এবং পরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এমআর

বাংলাদেশ সময়: ১৪:৫২:১৬ ● ৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ