কাউখালীতে জলাতঙ্ক নির্মূলে কুকুরের টিকাদান নিয়ে সভা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে জলাতঙ্ক নির্মূলে কুকুরের টিকাদান নিয়ে সভা
সোমবার ● ৩ অক্টোবর ২০২২


কাউখালীতে জলাতঙ্ক নির্মূলে কুকুরের টিকাদান নিয়ে সভা

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে জলাতঙ্ক নির্মূলে ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি ২য় রাউন্ড) কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৩অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ সভা হয়।
কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. তৌফিক হাসান সৌরভ এতে সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা । বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মো.জাহাঙ্গীর হোসেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারী সার্জন ডা.মো.রোকনুজ্জামান. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.দীপ্ত কুন্ডু,এমডিভি’র সুপারভাইজার ইয়াসিন আমিন সৌরভ, এম.ডি আমিনুল ইসলাম প্রমূখ।
সভায় জানানো হয়,কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান (এমডিভি) কার্যক্রমের আওতায়  স্বাস্থ্য অধিদপ্তরের জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম,সিডিসি এর বাস্তবায়নে কাউখালীতে আগামী ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত ৫দিন ব্যাপী কুকুরের টিকাদান ক্যাম্পেইন পালন করা হবে।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৫:৩৫ ● ২০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ