আমতলীতে মাছের পোনা অবমুক্ত

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে মাছের পোনা অবমুক্ত
বুধবার ● ২১ সেপ্টেম্বর ২০২২


আমতলীতে মাছের পোনা অবমুক্ত

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরন করা হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান আদালত প্রাঙ্গণ পুকুরে মাছের পোনা অবমুক্তকরনের মধ্যে দিয়ে তিন দিন ব্যাপী মাছের পোনা অবমুক্তকরন ও বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন।
মাছ অবমুক্তকরণ ও বিতরনের প্রথম দিনে উপজেলরা আদালত ও থানা প্রাঙ্গণের পুকুরসহ ২৩  টি পুকুরে ৩৯৮ কেজি বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরন করা হয়। পোনা অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দে, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ নাজমুল হক,  ওসি একেএম মিজানুর রহমান, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ নুহু-উল আলম নবীন ও ফ্যাসিলেটেটর মোঃ হিমেল প্রমুখ।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৬:০০ ● ১০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ