গৌরনদীতে সাংবাদিক ফোরামের সাথে সাবেক এমপির মতবিনিময়

হোম পেজ » গণমাধ্যম » গৌরনদীতে সাংবাদিক ফোরামের সাথে সাবেক এমপির মতবিনিময়
শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫


গৌরনদীতে সাংবাদিক ফোরামের সাথে সাবেক এমপির মতবিনিময়

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী উপজেলার পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘গৌরনদী সাংবাদিক ফোরাম’-এর সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও গৌরনদী-আগৈলঝাড়া আসনের সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শরিকল এলাকার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি দেশের সমসাময়িক বিষয়, জনকল্যাণ ও অগ্রগতিতে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী সাংবাদিক ফোরামের উপদেষ্টা সৈয়দ নকিবুল হক, আহ্বায়ক সরদার মনিরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক কাজী বায়েজিদ রনি ও লোকমান হোসেন রাজু, সদস্য সচিব ও ইনকিলাব প্রতিনিধি হাফেজ মো. মেহেদী হাসান, যুগ্ম সদস্য সচিব মো. ইয়াদুল ইসলাম, সদস্য নারগিস সুলতানা, মো. মাসুদ সরদার, মো. জসিম উদ্দিন হাওলাদার, সৈয়দ সাকিবুল্লাহ বেলালি, সিফাত হোসেন সাগরসহ অন্যান্য সদস্যরা।

এম জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকরা যেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে নির্ভয়ে কাজ করতে পারেন, সে লক্ষ্যে তিনি ও তার দলের নেতাকর্মীরা সর্বদা সহযোগিতা করবেন। পাশাপাশি গৌরনদী সাংবাদিক ফোরামের পাশে থেকে সার্বিক সহায়তার আশ্বাসও দেন তিনি।

বাংলাদেশ সময়: ১০:৫৫:১৬ ● ৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ