কলাপাড়ায় অগ্নিনির্বাপণ ও ভূমিকম্পকালীন মহড়া অনুষ্ঠিত

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় অগ্নিনির্বাপণ ও ভূমিকম্পকালীন মহড়া অনুষ্ঠিত
রবিবার ● ১৯ অক্টোবর ২০২৫


কলাপাড়ায় অগ্নিনির্বাপণ ও ভূমিকম্পকালীন মহড়া অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় নৌ ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিনির্বাপণ মহড়া ও ভূমিকম্পকালীন সতর্কতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে নৌ বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ পটুয়াখালী’ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশগ্রহণ করেন।

রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১ ঘটিকায় এ উপলক্ষে বিদ্যালয়ের সকল শ্রেণির শিক্ষার্থীদের ছুটি ঘোষণা করা হয়।

নৌ ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিনির্বাপণ মহড়া ও ভূমিকম্পকালীন সতর্কতা কর্মসূচির অংশ হিসেবে আগুন লাগলে শিক্ষার্থীদের করণীয় ও ভূমিকম্পের সময় নিরাপদ অবস্থানে থাকার উপায় সম্পর্কে বাস্তবভিত্তিক প্রদর্শনী দেখানো হয়। এতে উপস্থিত শিক্ষার্থীরা আগুন নেভানোর বিভিন্ন কৌশল হাতে-কলমে শিখে নেয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এ ধরনের মহড়া শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, অগ্নিনির্বাপণ ও ভূমিকম্পকালীন প্রস্তুতি শিক্ষার্থীদের আত্মরক্ষার দক্ষতা বাড়ায়। আমরা নিয়মিত এমন সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করতে চাই।


এসআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৬:০৯ ● ৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ