যুদ্ধাপরাধীর মামলায় ফাঁসির রায় প্রত্যাহার দাবিতে বিক্ষোভ পটুয়াখালীতে

হোম পেজ » লিড নিউজ » যুদ্ধাপরাধীর মামলায় ফাঁসির রায় প্রত্যাহার দাবিতে বিক্ষোভ পটুয়াখালীতে
রবিবার ● ১৯ অক্টোবর ২০২৫


 

যুদ্ধাপরাধীর মামলায় ফাঁসির রায় প্রত্যাহার দাবিতে বিক্ষোভ পটুয়াখালীতে

সাগরকন্যা প্রতিবেদক,পটুয়াখালী 

পটুয়াখালীর ইটবাড়িয়া ইউনিয়নে মিথ্যা যুদ্ধাপরাধ মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় ২ নং ব্রিজ এলাকায় শত শত নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ইসহাক সিকদারের মুক্তি ও তার বিরুদ্ধে ফাঁসির রায় প্রত্যাহারের দাবি জানান।

বক্তারা জানান, ২০১৫ সালে ইসহাক সিকদারকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয় এবং পরে ফাঁসির রায় দেয়া হয়। বাস্তবে তিনি নিরীহ ও সৎ মানুষ। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে দীর্ঘদিন কারাগারে রাখা হয়েছে।

ভুক্তভোগীর ছেলে নান্নু সিকদার, মেয়ে বিলকিস নাহার, বিএনপির ইটবাড়িয়া ইউনিয়ন সভাপতি কাজী শাহ আলম, স্থানীয় বাসিন্দা কাজী রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা জালাল হাওলাদারসহ আরও অনেকে বক্তব্য রাখেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় ইসহাক সিকদার গ্রামের মানুষের পাশে ছিলেন, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে অন্যায়ভাবে অভিযুক্ত হয়েছেন। আমরা সরকারের কাছে দ্রুত মুক্তি চাই।

মানববন্ধনে বিএনপির ৭ নং ওয়ার্ড সভাপতি কাজী নাসির উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য শফিনুর ইসলাম লিটন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ‘মিথ্যা মামলা প্রত্যাহার কর’, ‘নিরীহ ইসহাক সিকদারের মুক্তি চাই’ ইত্যাদি স্লোগান দেন।

এলাকাবাসী অভিযোগ করেছেন, এক দশকের বেশি সময় ধরে পরিবারটি সামাজিক ও অর্থনৈতিকভাবে ভুগছে। তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ১৯:০৭:১৭ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ