লিবিয়ার কারাগার থেকে মুক্তি পেলেন গৌরনদীর ১১ যুবক

হোম পেজ » লিড নিউজ » লিবিয়ার কারাগার থেকে মুক্তি পেলেন গৌরনদীর ১১ যুবক
রবিবার ● ১৯ অক্টোবর ২০২৫


 

লিবিয়ার কারাগার থেকে মুক্তি পেলেন গৌরনদীর ১১ যুবক

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

দীর্ঘ দেড় মাস পর লিবিয়ার কারাগার থেকে মুক্তি পেয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ১১ যুবক। অবৈধভাবে সাগরপথে ইতালি যাওয়ার পথে দালালচক্রের হাতে আটক হয়ে তারা বন্দি ছিলেন লিবিয়ার এক বন্দিশিবিরে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে তাদের মুক্তির খবর দেশে পৌঁছালে পরিবারে স্বস্তি ও আনন্দের পরিবেশ ফিরে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দেড় মাসে গৌরনদী উপজেলার বার্থী ও খাঞ্জাপুরসহ বিভিন্ন এলাকা থেকে শতাধিক যুবক দালালদের মাধ্যমে লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। তাদের মধ্যে অন্তত ৩৮ জন গৌরনদীর বাসিন্দা।

ইউরোপে পাড়ি জমানোর আশায় প্রত্যেকে দালালদের হাতে গড়ে ১৫ লাখ টাকা করে প্রদান করেন। কেউ সহায়-সম্বল বিক্রি করে, কেউ ধারদেনা করে এই অর্থের যোগান দেন। কিন্তু প্রতারণার শিকার হয়ে তারা লিবিয়ার বিভিন্ন বন্দিশিবিরে আটক হন।

দীর্ঘদিন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় গৌরনদীর বিভিন্ন গ্রামে নেমে এসেছিল উদ্বেগ ও শঙ্কা। এখন বার্থীর ১১ যুবকের মুক্তির খবরে কিছুটা স্বস্তি ফিরলেও এখনও অনেক পরিবার তাদের প্রিয়জনের নিরাপদ ফেরার অপেক্ষায় রয়েছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা সরকারের কাছে দ্রুত অবশিষ্ট যুবকদের উদ্ধার ও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭:০৩:২৩ ● ৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ