‘জাতির কল্যানে সরকারী কর্মকর্তাদের কাজ করা উচিত-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

প্রথম পাতা » পিরোজপুর » ‘জাতির কল্যানে সরকারী কর্মকর্তাদের কাজ করা উচিত-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
সোমবার ● ১৯ সেপ্টেম্বর ২০২২


‘জাতির কল্যানে সরকারী কর্মকর্তাদের কাজ করা উচিত-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, ‘জাতীর কল্যানে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের কাজ করা উচিত। একজন সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ সরকারের মন্ত্রী-এমপিদের দেশের জনগনের প্রতি অনেক দায়বদ্ধতা রয়েছে। কেননা, তারা দেশের জনগনের সেবক’।
সোমবার (১৯ সেপ্টেম্বর) নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের পদোন্নতিজনিত কারনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন। ওই দিন সকালে উপজেলা কৃষি হলরুমে উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল-মানুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান  মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা  সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল, কৃষি কর্মকর্তা দ্বিগবিজয় হাজরা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ   মোস্তাফিজুর রহমান রঞ্জু প্রমুখ।

এএইেচ/এমআর

বাংলাদেশ সময়: ২২:২৯:১৭ ● ৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ