ইন্দুরকানীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম পাতা » পিরোজপুর » ইন্দুরকানীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বৃহস্পতিবার ● ১৮ আগস্ট ২০২২


ইন্দুরকানীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের ইন্দুরকানীতে পানিতে ডুবে তাবাসছুম আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু তাবাসছুম উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সবুজ হাওলাদারের মেয়ে।
নিহতের পরিবার ও স্হানীয় সূত্রে জানা গেছে, লঘুচাপের প্রভাবে জোয়ারের অতিরিক্ত পানিতে লোকালয়ে পানি অটকা পড়ে। শিশুটির  বসত ঘরের  পিছনে থাকা একটি ডোবায় আটকা পড়া পানিতে ওই দিন সকালে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজা-খুঁজির পর তাকে সেখান থেকে উদ্ধার  করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।
নিহত তাবাসছুমের  পিতা সবুজ হাওলাদার  জানান, ওই দিন সকালে ঘরের সবাই নাস্তা করতে ছিলো। এ সময় পরিবারের অগোচরে বসতঘরের পিচনে বন্যার পানি আসা ডোবায় পড়ে গিয়ে তাবাসছুম সেই পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  যাওয়া হয়।
ইন্দুরকানী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. এনামুল হক জানান,পানিতে পড়ে একটি  শিশু মারা যাওয়ার খবর  শুনেছি। ঘটনাস্হানে পুলিশ পাঠানো হয়েছে।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:১০:৫৫ ● ৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ