৪১ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই, কলাপাড়ায় শুরু নতুন শিক্ষাবর্ষ

হোম পেজ » লিড নিউজ » ৪১ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই, কলাপাড়ায় শুরু নতুন শিক্ষাবর্ষ
বৃহস্পতিবার ● ১ জানুয়ারী ২০২৬


 

বই বিতরণ করছেন কলাপাড়া মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাকিব খান কনা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

নতুন বছরের প্রথম দিনে পটুয়াখালীর কলাপাড়ায় ১৭২টি প্রাথমিক ও ১১২টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪১ হাজার ২৮৯ জন শিক্ষার্থীর মাঝে ২ লাখ ১৪ হাজার ৮০০টি নতুন বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার সকল বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রাথমিক পর্যায়ে শতভাগ বই বিতরণ করা হলেও, মাধ্যমিক পর্যায়ে চাহিদা অনুযায়ী সব বই না আসায় ৯০ শতাংশ বইই বিতরণ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত ছিল। কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহিদা বেগম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান খান আশা প্রকাশ করেন, নতুন বই শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার আলোকিত করবে এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৫:৩০:৩৯ ● ৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ