বেগম খালেদা জিয়ার মৃত্যু আগৈলঝাড়ায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শ্রদ্ধা ও শোকসভা

হোম পেজ » বরিশাল » বেগম খালেদা জিয়ার মৃত্যু আগৈলঝাড়ায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শ্রদ্ধা ও শোকসভা
বৃহস্পতিবার ● ১ জানুয়ারী ২০২৬


 

আগৈলঝাড়ায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শ্রদ্ধা ও শোকসভা

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বরিশালের আগৈলঝাড়ায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শ্রদ্ধা জানানো ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গৈলা বাজারের ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সাবেক নেত্রীর প্রতি সম্মান জানান।

শোকসভায় সভাপতিত্ব করেন গৈলা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি বিবেক কর্মকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৈলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি জসিম মোল্লা, বাজার কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ব্যবসায়ী দিলীপ কর্মকার, মনজু মিয়া, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি কাজল দাশ গুপ্ত প্রমুখ। দোয়া-মোনাজাত পরিচালনা করেন সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সৈয়দ ইমরান।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:২১ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ