বামনায় যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রথম পাতা » বরগুনা » বামনায় যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি
শনিবার ● ১৩ আগস্ট ২০২২


বামনায় যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

বামনা ( বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বগুনার বামনা উপজেলা যুবলীগের আয়োজনে ডিগ্রী কলেজ চত্ত্বরে ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়েছে।  শনিবার(১৩) আগষ্ট বিকালে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বরগুনা জেলা যুবলীগ সভাপতি রেজাউল করীম এ্যাটম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার।
বামনা উপজেলা যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম সারওয়ার এর সভাপতিত্বে উদ্বাধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক  আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক রাসেল  ফরাজী, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইমরান হোসেনসহ বরগুনা ও বামনা উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বামনা উপজেলা যুবলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুনইম তালুকদার।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবলগি নেতা সুভাষ চন্দ্র হাওলাদার বলেন, বর্তমান যুবলীগ মানবিক যুবলীগ। কেন্দ্রীয় সভাপতি ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল ভাই একটি পরিছন্ন যুবলীগ তৈরী করতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। আর্তমানবতার সেবায় ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ অনেক দৃষ্টান্ত স্থাপন করেছে। শোকের মাসে বাংলাদেশকে সবুজ শ্যামল বাংলাদেশ গড়তে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করেছেন। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের পথে একদিন এই বাংলা সবুজ শ্যামল সুজলা সুফলা সোনার বাংলায় পরিনত করবে বর্তমান যুবলীগ।


এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৩:০৮ ● ২১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ