কলাপাড়ায় তারেক রহমানসহ দুই যুবকের বিনাশ্রম কারাদণ্ড

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় তারেক রহমানসহ দুই যুবকের বিনাশ্রম কারাদণ্ড
মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬


 

কলাপাড়ায় তারেক রহমানসহ দুই যুবকের বিনাশ্রম কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী) 

কলাপাড়া উপজেলার নীলগঞ্জ টোলপ্লাজা এলাকায় ইয়াবা বিক্রির দায়ে মো. তারেক রহমান (২২) ও হাসান রানা (২৬) নামে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১’শ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে চার পিস ইয়াবা জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় দণ্ড প্রদান করে জব্দকৃত ইয়াবা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী কার্যালয়ের সদস্যরা সহযোগিতা করেন। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচার কার্য পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক।

দণ্ডিতদের কলাপাড়া থানায় রাতেই হস্তান্তর করা হয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম জানান, আজ মঙ্গলবার মোবাইল কোর্টে দণ্ডিত মো. তারেক রহমান ও হাসান রানা নামে দুই যুবককে জেলে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ৯:১৭:১১ ● ৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ