ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, মুক্তিপণ দিয়ে দেশে ফেরৎ, মামলা দায়ের

হোম পেজ » বরিশাল » ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, মুক্তিপণ দিয়ে দেশে ফেরৎ, মামলা দায়ের
সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬


 

মানব পাচারে অভিযুক্ত ইতালি প্রবাসী সাকিব মোল্লা ও জাকির মোল্লা। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীর এক ব্যক্তিকে ইতালি পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে লিবিয়ায় নিয়ে গিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। একই সঙ্গে মুক্তিপণসহ ২৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে। এই ঘটনায় মানব পাচার চক্রের ৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়। বরিশাল মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।

 

মামলার বাদি হাবিবুর রহমানের ছেলে আ. হামিদ অভিযোগ করেছেন, উপজেলার পশ্চিম ডুমুরিয়া গ্রামের মৃত আইউব আলীর ছেলে জামাল মোল্লা, পূর্ব ডুমুরিয়া গ্রামের মৃত বুদাই বেপারীর ছেলে বাবুল বেপারী ও তার ভাই হাবুল বেপারী, জামাল মোল্লার ছেলে ইতালি প্রবাসী জাকির মোল্লা ও তার ভাই সাকিব মোল্লা এই চক্রের মূল আসামি।

 

বাদি জানান, ২০২৫ সালের ২০ আগস্ট তিনি ১-৩নং আসামিদের সম্মতিক্রমে নগদ পাঁচ লাখ টাকা প্রদান করেন। পরে বিভিন্ন সময়ে ২ লাখ ৬৫ হাজার টাকা ও ৮ লাখ ৩৫ হাজার টাকা ব্যাংকের মাধ্যমে প্রেরণ করা হয়। কিন্তু আসামিরা তাকে সরাসরি ইতালি পাঠানোর পরিবর্তে প্রথমে সৌদি আরব, এরপর মিশর হয়ে লিবিয়ার একটি ভবনে আটকে রাখে। সেখানে বাদিকে যথাযথ খাবার না দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। প্রতিবাদ করলে লিবিয়ার পুলিশ দিয়ে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়, যেখানে প্রায় দেড় মাস বন্দি ছিলেন।

 

পরিবারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে মুক্তিপণের জন্য ৮ লাখ টাকা দাবি করা হয়। অর্থ প্রদানের পর বাদিকে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফিরে আর্থিক ক্ষতি ফেরত চাওয়ায় আসামিরা দিতে অস্বীকার করে এবং খুন-জখমের হুমকি দেয়।

 

গৌরনদী থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানান, আদালত থেকে মামলার কপি এখনও থানায় আসেনি। কপি হাতে এলে আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

উল্লেখ্য, ইতালি প্রবাসী জাকির মোল্লা ও তার সহযোগীরা গৌরনদী, আগৈলঝাড়া ও অন্যান্য জেলার শতাধিক যুবককে উচ্চ বেতনের চাকরির আশ্বাসে ভূমধ্যসাগর হয়ে ইতালির উদ্দেশে পাঠিয়েছিলেন। তিনটি স্পিডবোটে যাত্রা করা ১০৮ বাংলাদেশিকে লিবিয়া কোস্টগার্ড আটক করে এবং কারাগারের পাশে গাড়ির একটি গ্যারেজে বন্দি রাখা হয়।

বাংলাদেশ সময়: ১৯:০৬:৫৫ ● ৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ