বরগুনার আমতলীতে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

হোম পেজ » বরগুনা » বরগুনার আমতলীতে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬


 

সাইফুল ইসলাম বাদল প্যাদা। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা) 

বরগুনার আমতলীতে বাংলাদেশ ছাত্রলীগের (কর্মসূচী নিষিদ্ধ) আমতলী উপজেলা শাখার সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাদল প্যাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রবিবার রাত ৭টার দিকে আমতলী সদর ইউনিয়নের মানিকঝুড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম বাদল প্যাদা তার অসুস্থ মাকে ঢাকায় চিকিৎসা করিয়ে রবিবার বিকেলে নিজ বাড়িতে ফেরেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলমান ‘ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযানের অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আমতলী উপজেলা শাখার সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাদল প্যাদাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

ওসি জানান, আজ সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৪৭:৫৭ ● ৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ