
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ করেছে কর্মসূচী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। দীর্ঘদিন অনলাইনে প্রচারণা চালানোর পর এবার সরাসরি মাঠে নেমে লিফলেট বিতরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে বরগুনা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি মো: সবুজ মোল্রার নেতৃত্বে এসব লিফলেট বিতরণ করা হয়। শহরের নাথপট্টি লেক পাড়ের শেখ রাসেল স্কয়ারের সামনেসহ প্রধান সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশ ও বাজার এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে লিফলেটগুলো থাকতে দেখা যায়।
জানা গেছে, সোমবার সকালের দিকে ঘুম থেকে উঠে তারা রাস্তায় পড়ে থাকা এবং দেয়ালে সাঁটানো এসব লিফলেট দেখতে পান। লিফলেটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানানো হয় এবং লেখা থাকে- ‘প্রতারণা, প্রহসন, ফাঁকি ও ফাঁদের ভোট বয়কট করুন।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দাবি করা হচ্ছে, কর্মসূচী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বরগুনা জেলা শাখার সহসভাপতি সবুজ মোল্লার নেতৃত্বে এসব লিফলেট বিতরণ করা হয়েছে। এ ব্যাপারে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি সবুজ মোল্লা বলেন, আওয়ামী লীগ স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের গণমানুষের দল। নৌকা ছাড়া কেউ ভোট কেন্দ্রে যাবেন না। শেখ হাসিনা বিহীন বাংলাদেশ ভাল নেই। বাংলাদেশের সর্বস্তরের জনগণের একটাই চাওয়া শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এই প্রহসনের নির্বাচন আমরা মানি না মানব না।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বলেন, ‘বিষয়টি আমরা এখনও বিস্তারিত ভাবে জানি না। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এবং কী উদ্দেশ্যে এসব লিফলেট বিতরণ করেছে, তা খতিয়ে দেখা হবে।