সর্বশেষ
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা): প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন দেশি-বিদেশি শক্তি নির্বাচন বানচাল করতে চায়: সংবাদ সম্মেলনে ভিপি নুর নিরাপত্তা নিয়ে শঙ্কায় নুর, স্বতন্ত্র প্রার্থীকে ঘিরে কড়া নজরদারির দাবি ডাকসু মাদকের আড্ডাখানা-বেশ্যাখানা বলা বরগুনার সেই জামায়াত নেতাকে অব্যাহতি মাদারীপুরে মসজিদের গাছ কেটে দোকান নির্মাণের পাঁয়তারা ভিপি নুর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা-ভাঙচুর, আহত ৩ বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর সংগ্রহ করে ভোট কেনার চেষ্টা করছে একটি দল: নয়ন কলাপাড়ায় তারেক রহমানসহ দুই যুবকের বিনাশ্রম কারাদণ্ড

ডাকসু মাদকের আড্ডাখানা-বেশ্যাখানা বলা বরগুনার সেই জামায়াত নেতাকে অব্যাহতি

হোম পেজ » লিড নিউজ » ডাকসু মাদকের আড্ডাখানা-বেশ্যাখানা বলা বরগুনার সেই জামায়াত নেতাকে অব্যাহতি
মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬


 

ডাকসু মাদকের আড্ডাখানা-বেশ্যাখানা বলা বরগুনার সেই জামায়াত নেতাকে অব্যাহতি

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শামীম আহসানকে দলের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর দলীয় সদস্য (রুকন) পদ স্থগিত করা হয়েছে।

 

জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যাপক মহিবুল্লাহ হারুনের সই করা এক বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনে জামায়াতের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে গিয়ে শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে বেফাঁস মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মর্মাহত হন এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, যা জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শের পরিপন্থী।

 

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি শনিবার পাথরঘাটা উপজেলার কাটাখালীতে জামায়াত প্রার্থী সুলতান আহমেদের নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে শামীম আহসান ডাকসুকে ‘মাদকের আড্ডা’ ও ‘বেশ্যাখানা’ বলে মন্তব্য করেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সোমবার দুপুরে পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের আফরোজ নামের এক ব্যক্তি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। এসব বিবেচনায় জেলা কর্মপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে দলের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানান জেলা আমির অধ্যাপক মাওলানা মহিবুল্লাহ হারুন।

বাংলাদেশ সময়: ১৪:০৩:০৫ ● ৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ