‘জামায়াতের হাতেই নারীদের ইজ্জত ও জনগণের জান-মাল নিরাপদ’

হোম পেজ » খুলনা » ‘জামায়াতের হাতেই নারীদের ইজ্জত ও জনগণের জান-মাল নিরাপদ’
মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬


 

‘জামায়াতের হাতেই নারীদের ইজ্জত ও জনগণের জান-মাল নিরাপদ’

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডাঃ শফিকুর রহমান বলেন, দলের ১১ জন শীর্ষ নেতা হত্যার শিকার করা হয়েছে, হাজারের বেশি নেতাকর্মী শহীদ হয়েছেন এবং দুই শতাধিককে বন্দি ও গুম করা হয়েছে। তিনি যোগ করেন, সংগঠনের নিবন্ধন ও প্রতীক কেড়ে নেওয়া হয়েছে। তাই মজলুম এই সংগঠনকে শক্তিশালী করতে আসন্ন নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁতে সিল দিবেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজার মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী’র হাতেই নারীদের ইজ্জত ও জনগণের জান ও মাল নিরাপদ থাকবে। এ বিশ্বাস থেকেই অসংখ্য নারী জামায়াতের পক্ষে মাঠে কাজ করছেন।

 

ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ ও কালো অধ্যায় আবার ফিরে আসুক কি না, সেটা জনগণই নির্ধারণ করবেন। একদিকে ফ্যামিলি কার্ড বিতরণ, অন্যদিকে প্রতিপক্ষের মায়েদের উপর হামলা- দুইটি একসাথে চলবে না।

 

বাগেরহাট জেলা জামায়াতে ইসলামী’র আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী’র সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ নুরুল ইসলাম সাদ্দাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মোঃ রিয়াজুল ইসলাম ও ছাত্রশিবিরের সাবেক সহ-সভাপতি শেখ কামরুল আলম। এছাড়া বক্তব্য দেন বাগেরহাট-১ আসনের প্রার্থী মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-২ এর শেখ মনঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৩ এর মাওলানা আব্দুল ওয়াদুদ ও বাগেরহাট-৪ এর অধ্যক্ষ আব্দুল আলীমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:২০:৫১ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ