নেছারাবাদে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা
বুধবার ● ২২ জুন ২০২২


নেছারাবাদে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে বাল্য বিবাহ প্রতিরোধে নিকাহ নিবন্ধক ও ইমাম, পুরোহিতদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে দিন ব্যাপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিপিডি)এর আওতায় কর্মশালায় আয়োজন করা হয়।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ এবং জাইকা এর সহযোগীতায় ওই কর্মশালায় সভাপতিত্ব করেন ইউএনও মো. মোশারেফ হোসেন। উপজেলা মহিলা অধিদপ্তর কর্মকর্তা নুসরাত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিষয় ভিত্তিক আলোচনায় অংশ নেন স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির,  থানার অফিসার ইন চার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, স্বরূপকাঠি প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৯:৩৬ ● ১১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ