গৌরনদী ক্যাথলিক চার্চ পরিদর্শনে ভ্যাটিকানের ধর্মাচার্য

হোম পেজ » বরিশাল » গৌরনদী ক্যাথলিক চার্চ পরিদর্শনে ভ্যাটিকানের ধর্মাচার্য
বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬


 

গৌরনদী ক্যাথলিক চার্চ পরিদর্শনে ভ্যাটিকানের ধর্মাচার্য

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলায় ক্যাথলিক চার্চ পরিদর্শন করেছেন ভ্যাটিকানের ধর্মাচার্য কেভিন র‍্যান্ডাল। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে তিনি চার্চে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান বিএনপি মনোনীত বরিশাল-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জহির উদ্দিন স্বপন। এ সময় চার্চের বিভিন্ন অংশ ঘুরে দেখান তিনি।

 

পরিদর্শনকালে ধর্মাচার্য কেভিন র‍্যান্ডাল চার্চের ইতিহাস, ধর্মীয় কার্যক্রম ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি তিনি স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।

 

এ সময় জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের ঐতিহ্য রয়েছে। ভ্যাটিকানের একজন গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিনিধির এই সফর সেই সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে।

 

পরিদর্শনকালে গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মো. জহুরুল ইসলাম জহিরসহ স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ, খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৫২ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ