নেছারাবাদে ছাত্রদল নেতার পদত্যাগ

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে ছাত্রদল নেতার পদত্যাগ
বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬


 

মো. মিরাজ হোসেন

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেছারাবাদ উপজেলার ১ নম্বর বলদিয়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি মো. মিরাজ হোসেন ব্যক্তিগত ও ব্যবসাজনিত কারণে তার পদ থেকে পদত্যাগ করেছেন।

 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) তিনি নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদনপত্রের মাধ্যমে স্বেচ্ছায় পদত্যাগের বিষয়টি জানান। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১৩ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকাকালে একাধিকবার হয়রানির শিকার হয়েছেন এবং নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন সময় এলাকা ছাড়তে হয়েছে।

 

বর্তমানে ব্যবসাজনিত ব্যস্ততার কারণে রাজনীতিতে পর্যাপ্ত সময় দিতে না পারা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সময় দিলে ব্যবসায়িক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি ১ নম্বর বলদিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি গ্রহণ করেন বলে আবেদনপত্রে উল্লেখ করেন।

 

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান আহম্মেদ সজিব বলেন, আবেদনের কপি এখনো হাতে পাইনি; হাতে পেলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২:০৩:৩১ ● ২৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ