কলাপাড়ায় যৌথ অভিযানে ১’শ লিটার চোলাই মদ উদ্ধার

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় যৌথ অভিযানে ১’শ লিটার চোলাই মদ উদ্ধার
বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬


 

কলাপাড়ায় যৌথ অভিযানে ১’শ লিটার চোলাই মদ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়ায় দু’টি রাখাইন পল্লী থেকে ১’শ লিটার চেলাই মদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় উদ্ধার অভিযান চালানো হয়।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীর যৌথ অভিযানে উদ্ধারকৃত চোলাই মদ ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়েছে।

সূত্র জানায়, অভিযান পরিচালনার সময় কলাপাড়ার রাখাইন পল্লী পক্ষীয়াপাড়া থেকে ৩০ লিঃ এবং সোনাপাড়া থেকে ৭০ লিটার, মোট  ১’শ লিটার সনাতনীভাবে তৈরী এসব মদ উদ্ধার করা হয়।

জানা গেছে, অভিযানের শুরুতে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চোলাই মদের উৎপাদনকারী রাখাইন পরিবারের সদস্যরা পালিয়ে যায়। ফলে তাদেরকে কোন প্রকার শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি।

অভিযান এবং এসব মদ উদ্ধার শেষে বিনষ্ট করার বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক।

এদিকে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৫৫:৫৩ ● ৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ