বরগুনায় গ্রেপ্তারকৃত আন্তঃজেলা ডাকাতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

হোম পেজ » বরগুনা » বরগুনায় গ্রেপ্তারকৃত আন্তঃজেলা ডাকাতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬


 

বরগুনায় গ্রেপ্তারকৃত আন্তঃজেলা ডাকাতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনায় আন্তঃজেলা ডাকাত দলের গ্রেপ্তারকৃত তিন সদস্যের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার জবানবন্দি গ্রহণ করে উদ্ধারকৃত মালামাল বাদীকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সোবাহান সিকদারের ছেলে রিপন সিকদার ওরফে সবুজ, বরিশালের রমজান আলী এবং মো. হাকিম জমাদ্দার। এদের মধ্যে রমজান আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বৃহস্পতিবার বিকেলে বরগুনা জেলা পুলিশের পাঠানো প্রেস রিলিজে এসব তথ্য নিশ্চিত করা হয়।

 

পুলিশের প্রেস রিলিজে জানানো হয়, বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের পূর্ব কেওরাবুনিয়া গ্রামের ওয়াজেদ সিকদারের ছেলে মো. সোহরাব সিকদার (৬০) গত ১৬ মে বরগুনা থানায় একটি মামলা করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত বছরের ১৫ মে রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাতনামা ডাকাতরা সিঁধ কেটে তার বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের মারধর করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

 

মামলাটি তদন্তের দায়িত্বে থাকা সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আলীমের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইউনুস এবং তদন্তকারী কর্মকর্তা এসআই মো. গোলাম হাফেজ গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার করেন।

 

তদন্তকারী কর্মকর্তা এসআই মো. গোলাম হাফেজ জানান, আসামি রমজান আলীর স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে একটি HONOR X9b টাচ মোবাইল ফোন উদ্ধার করা হয়। আদালতের নির্দেশে উদ্ধারকৃত মোবাইল ফোনটি বাদী মো. সোহরাব সিকদারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি ও দস্যুতার একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা অন্যান্য ডাকাত দলের সদস্যদের নাম-ঠিকানাসহ ডাকাতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:১৬:২৮ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ