বরগুনার পাথরঘাটায় ইয়াবাসহ দম্পতি আটক

হোম পেজ » বরগুনা » বরগুনার পাথরঘাটায় ইয়াবাসহ দম্পতি আটক
শুক্রবার ● ৩০ জানুয়ারী ২০২৬


বরগুনার পাথরঘাটায় ইয়াবাসহ দম্পতি আটক

সাগরকন্যা প্রতিবেদক, পাথরঘাটা (বরগুনা)

বরগুনা জেলার পাথরঘাটায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জামসহ দুইজনকে আটক করা হয়েছে।

নৌবাহিনী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবা কত রাত আটটার দিকে বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক (জি), বিএন (পি নং-২৬৫৩) এর নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পাথরঘাটা উপজেলার ইউএনও অফিসের সামনে অবস্থিত একটি ভাড়া বাসা থেকে আসমা আক্তার সাথী (২৪) ও তার স্বামী মো. নুরুজ্জামান শেখ (৩৩)কে আটক করা হয়। আটক আসমা আক্তার সাথী চরলাঠারা গ্রামের বাসিন্দা এবং মো. নুরুজ্জামান শেখ ছোট টেংরা গ্রামের বাসিন্দা।

এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, দুটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৫’শ টাকা জব্দ করা হয়।

অভিযান শেষে আটককৃত দুইজনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:০৯:৩৭ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ