গলাচিপায় ৩লক্ষ টাকা হাতিয়ে নিয়ে স্বামীকে তালাক!

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় ৩লক্ষ টাকা হাতিয়ে নিয়ে স্বামীকে তালাক!
রবিবার ● ২২ মে ২০২২


গলাচিপায় ৩লক্ষ টাকা হাতিয়ে নিয়ে স্বামীকে তালাক!

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় ৩লাখ টাকা হাতিয়ে নিয়ে সহজ সরল স্বামীকে তালাক দিয়েছে তার ছলনাময়ী স্ত্রী। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের চর সুহরী গ্রামে। মো. জাকির হোসেন হাওলাদার (৪৫) হচ্ছেন ।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার গোলখালী ইউনিয়নের চর সুহরী গ্রামের মৃত. সুরত আলী হাওলাদারের ছেলে মো. জাকির হোসেনের সাথে প্রায় ১৫ বছর আগে মুসলিম শরীয়ত মোতাবেক একই গ্রামের ছালাম বাদশার মেয়ে ছালমা বেগমের (৩৫) বিয়ে হয়। বিয়ের পর সুখেই তাদের দাম্পত্য জীবন চলছিল। কিন্তু করোনাকালীন সময়ে ইলিশ মাছের সাভার (ট্রলার, জাল) নিয়ে জাকির হোসেন বাড়িতে আসেন। এর পর থেকেই স্ত্রী ছালমা বেগম তার (স্বামী) কাছে জমি কেনার জন্য টাকা চায়। সরল বিশ^াসে স্বামী জাকির হোসেন তার মাছের সাভার বিক্রি করে ৩লক্ষ টাকা স্ত্রীকে দেয়। ওই টাকা নিয়ে ছলনাময়ী স্ত্রী ছালমা বেগম তার বাবার বাড়ীতে চলে যায় এবং স্বামীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। ভুক্তভোগি স্বামী জাকির হোসেন অভিযোগ করে বলেন, আমি যোগাযোগের চেষ্টা করলে লোকমুখে শুনতে পাই আমার স্ত্রী তার বাবার বাড়ী থেকে ঢাকা চলে যায়। পরে আমার শ^শুরের কাছে উক্ত বিষয়টি জানালে আমার শ^শুর আমাকে বলে যে ছালমা আজ আসবে কাল আসবে বলে ঘুরাতে থাকে। বিষয়টি আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসিরউদ্দিনকে জানালে তিনি নোটিশ পাঠিয়ে তাদেরকে ইউনিয়ন পরিষদে এনে মীমাংসার জন্য বসলে আমার শ^শুর ৭ দিনের সময় নেয়। এরই ফাঁকে আমার স্ত্রীকে নিয়ে আমার শ^শুর ঢাকা গিয়ে আমার নামে তালাকের নোটিশ পাঠায়।
এ বিষয়ে জাকির হোসেন নিরুপায় হয়ে স্ত্রীকে পাওয়ার আশায় বিভিন্ন অফিসের দ্বারে দ্বারে ঘুরছে। এ বিষয়ে ছালমা বেগমের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।
এ বিষয়ে ছালমা বেগমের বাবা ছালাম বাদশার কাছে জানতে চাইলে আমার মেয়ে জাকির হোসেন হাওলাদারকে তালাক দিয়ে ঢাকায় বসবাস করছে। গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন হাওলাদার বলেন, বিষয়টি নিয়ে বসা হলেও মেয়ে পক্ষ সময় নিয়ে আর আসেনি। এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৯:১২ ● ৪২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ