নেছারাবাদে প্রায়ত শিক্ষকের স্মৃতিস্মরণে বিদ্যালয় প্রতিষ্ঠা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে প্রায়ত শিক্ষকের স্মৃতিস্মরণে বিদ্যালয় প্রতিষ্ঠা
বুধবার ● ২৭ এপ্রিল ২০২২


নেছারাবাদে প্রায়ত শিক্ষকের স্মৃতিস্মরণে বিদ্যালয় প্রতিষ্ঠা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

 

 

নেছারাবাদ উপজেলার উত্তর শর্ষিনা গ্রামের মরহুম আবু হাসান (মাষ্টার) ছিলেন একজন গুনি শিক্ষক। প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন কয়েকটি বিদ্যালয়ে। চাকুরীর শেষ দিকে উপজেলা সহকারী শিক্ষা অফিসার হিসেবে অবসর নিয়েছিলেন। সন্ধ্যা নদীর ভাঙনে তার পৈত্রিক বসতভিটা নদী গর্ভে বিলীন হলে পার্শবর্তী জগৎপট্টি গ্রামে সেখানে বসতি গড়েন। নিজে যেমন আদর্শবান শিক্ষক হিসেবে আলো ছড়িয়েছেন তেমনি তার সন্তানদেরকে করে গেছেন সু-শিক্ষায় শিক্ষিত। সন্তানরা পিতার স্মৃতি হিসেবে উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর শর্ষিনা এলাকায় একটি জমি কিনে সেখানে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শুরু করেছেন। বুধবার (২৭ এপ্রিল) সকালে মাটি কেটে এর উদ্বোধন করেন ইউএনও মো. মোশারেফ হোসেন, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, স্বরূপকাঠি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন এবং মরহুমের সন্তান শাহ জালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নিয়াজ আহম্মেদ। আগামী জানুয়ারী-২০২৩ থেকে বিদ্যালয় চালুর লক্ষ্য নিয়ে দ্রুত কাজ করার পরিকল্পনা করা হয়েছে।

উত্তর শর্ষিনা গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় নেই। ওই এলাকায় সরকার মুজিববর্ষের উপহার হিসেবে ৪৫টি পরিবারকে পুনর্বাসিত করেছে। এসব পরিবারের শিশুদের কথা বিবেচনা করে আবু হাসান সাহেবের স্নাতকোত্তর ডিগ্রিধারী ৬ সন্তান সেখানে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে ইউএনও মো. মোশারেফ হোসেন বলেন একজন ভাল মানুষের স্মৃতিকে ধরে রাখতে সমাজের সকলের উচিৎ হবে এ উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করা। সরকারের পক্ষ থেকে যথা সম্ভব সহযোগীতা করা হবে। মেয়র গোলাম কবির বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার মানে আগামী দিনের বাংলাদেশ বিনির্মানের ভিত স্থাপন করা হল। চেয়ারম্যান আল আমিন বলেন, আমার ইউনিয়নের মধ্যে এ গ্রামটিতে বিদ্যালয় নেই। এ উদ্যোগের ফলে সে অভাব পুরন হবে এবং অশ্রয়নের ছোট-ছোট শিশু বাচ্চারা এখানে পড়াশুনা করতে  পারবে।

 

 

আরএ/এমআর

 

বাংলাদেশ সময়: ২২:৫৯:২৬ ● ৩৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ