বামনায় দিন-দুপুরে চুরির হিরিক!

প্রথম পাতা » বিবিধ » বামনায় দিন-দুপুরে চুরির হিরিক!
বৃহস্পতিবার ● ১০ মার্চ ২০২২


বামনায় দিন-দুপুরে চুরির হিরিক!

বামনা(বরগুনা)সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনায় গত কয়েকদিন যাবৎ দিন-দুপুরে চুরির হিরিক পরায় চাকুরীজীবী দম্পত্তিরা অসহায় হয়ে পরেছে। বৃহস্পতিবার (১০ মার্চ) বামনা সরকারী সারওয়ারজান মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন এর সাহেব বাড়ী বাজারের সদর রোডস্থ বাসায় দিন-দুপুরে চুরি হয়। একই কায়দায় গত ৭ই  মার্চ বামনা সরকারী ডিগ্রি কলেজের প্রদর্শক মোঃ আবুল কালাম ও একই কলেজের প্রভাষক মোসাঃ খাদিজা বেগম দম্পত্তির কলেজ রোডস্থ বাসায় চুরি হয়। এভাবে  বামনা সাহেব বাড়ী বাজারের ফার্মেসী ব্যবসায়ী সঞ্জয় কর্মকারের হাসপাতাল রোডস্থ বাসায়, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ হাফিজুর রহমান বিল্পল তালুকদারের উপজেলা পরিষদ কোয়ার্টারে, বামনা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমানের উপজেলা পরিষদ কোয়ার্টারে, ডৌয়াতলা নিবাসী অবসরপ্রাপ্ত শিক্ষক দেলোয়ার হোসেনের বাসায় চুরি সংঘঠিত হয়।
বামনা প্রেসক্লাবের ও উপজেলা সনাকের সভাপতি ওবায়দুল কবীর আকন্দ দুলাল বলেন এতগুলো দিন-দুপুরে চুরি সংঘঠিত হলেও চোর চক্রকে গ্রেফতার বা মালামাল উদ্ধার করতে পারেনি প্রশাসন। এখন এই উপজেলার জনগণ রাতের চেয়েও দিনে নিরাপদ নেই। যার কারেণ চাকুরীজীবী দম্পত্তিরা অসহায় হয়ে পরেছে। আমি উপজেলা পরিষদের সমন্বয় সভায় গুরুত্বপূর্ণ এলাকাকে সিসি ক্যামেরার আওতাভুক্ত করার বার বার অনুরোধ করলেও তারা তা বাস্তবায়ন করেনি। ফলে চোরচক্র নির্ভয়ে চুরি করে যাচ্ছে বলে আমার ধারনা।
বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ বশিরুল আলম জানান দিন-দুপুরে চুরি হওয়া বাসায় আমি পরিদর্শন করেছি এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। আসা করি অচিরেই চোরচক্রকে গ্রেফতার করতে সক্ষম হবো।

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৫:৫৬ ● ১৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ