নতুন জার্নি শুরু করলেন সীমানা

প্রথম পাতা » বিনোদন » নতুন জার্নি শুরু করলেন সীমানা
শনিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৯


---

সাগরকন্যা বিনোদন ডেস্ক॥
প্রায় দুই বছর পর আবারো ধারাবাহিক নাটকে নিয়মিত হচ্ছেন মডেল-অভিনেত্রী সীমানা। নির্মাতা আকতারুজ্জামান তুহীনের নাম চূড়ান্ত না হওয়া একটি ধারাবাহিকের শুটিং শুরু করেছেন তিনি। এটি নির্মিত হচ্ছে এটিএন বাংলার জন্য। এ ছাড়া তার হাতে রয়েছে দুরন্ত টিভির ‘টিরি গিরি টক্কা-২’ ও বাংলাদেশ টেলিভিশনের নতুন একটি ধারাবাহিক। আসছে ২৪শে ফেব্রুয়ারি থেকে ‘টিরি গিরি টক্কা-২’ ধারাবাহিকের শুটিংয়ে অংশ নেবেন সীমানা। এটি পরিচালনা করবেন শাহাদাত হোসেন সুজন। বিটিভির ধারাবাহিকটি নির্মাণ করবেন মাসুম আজিজ। চলতি মাসে এর শুটিং শুরু হবে।
সীমানা বলেন, একসঙ্গে তিনটি ধারাবাহিক দিয়ে নতুন জার্নি শুরু করছি। এখন থেকে নন স্টপ কাজ করতে চাই। গেল কয়েক মাস শুধু খণ্ড নাটকে অভিনয় করেছি। এবার খণ্ড ও ধারাবাহিক দুটোতেই সমানতালে কাজ করবো। সত্যি বলতে এখন থেকে আমি নিয়মিত হচ্ছি অভিনয়ে। এবার ভিন্নধর্মী গল্প ও চরিত্রে কাজ করতে চাই না। সস্তা কাজ করতে চাই না। তাই ভালো গল্প খুঁজছি। যেগুলোর প্রস্তাব আসছে ভালো গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র হলেই কেবল কাজ করছি। খণ্ড ও ধারাবাহিক  যে নাটকই করি না কেন নিজেকে অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে চাই।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:৪৯ ● ৪৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ