তৃণমূল ভোটে শীর্ষে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন-কলাপাড়ায় বরখাস্তকৃত চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

প্রথম পাতা » পটুয়াখালী » তৃণমূল ভোটে শীর্ষে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন-কলাপাড়ায় বরখাস্তকৃত চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ
বুধবার ● ১৭ নভেম্বর ২০২১


তৃণমূল ভোটে শীর্ষে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

তৃণমূলের ভোটে নৌকা প্রতীকের পছন্দের শীর্ষে থাকা চাকামইয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ মকবুল হোসেনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (১৭ নবেম্বর) সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন মকবুল হোসেনের ছেলে মোঃ ফেরদৌস। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, তার বাবা তৃণমূলের ভোটে শীর্ষে থাকায় ঈর্ষান্বিত হয়ে বর্তমান চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির কেরামত এর স্ত্রী হোসনেয়ারা বেগম মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ উত্থাপন করেন। মোঃ ফেরদৌস জানান, হুমায়ুন কবির কেরামত  ভিজিএফের ৫৮০কেজি চাল আত্মসাতের অভিযোগে এক সহযোগীসহ গ্রেফতার হয়েছেন। ওই অভিযোগে তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এসব কারণে আওয়ামী লীগের সাধারণ নেতা-কর্মীরা তাকে প্রত্যাখ্যান করেছে।  এ ছাড়া উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিরোধিতা করায় তাঁকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে। তাই কেরামত হাওলাদার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। তাঁরা এসব ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান। এসময় চাকামইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী হাওলাদার, সাংগঠনিক সম্পাদক খোকন গাজীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।


এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৭:৪৯ ● ৪৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ