দশমিনায় আ’লীগ নেতা ভাড়াটে লাঠিয়াল দিয়ে জমি দখল, আহত ১৫

প্রথম পাতা » সর্বশেষ » দশমিনায় আ’লীগ নেতা ভাড়াটে লাঠিয়াল দিয়ে জমি দখল, আহত ১৫
সোমবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৯


---

দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীর দশমিনায় আ’লীগের নেতা ভাড়াটে লাঠিয়াল বাহিনী দিয়ে বিরোধীয় জমি দখল করতে গিয়ে হামলা সংঘর্ষে  নারী পুরুষসহ আহত-১৫জন। সোমবার বেলা ১১টায় বেতাগী সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে ।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মাছুয়াখালী মৌজার এস,এ ৫৮ নং খতিয়ানের ৭১৬ নং দাগের ১৮শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন যাবৎ মোঃ বারেক মৃধা গংদের সাথে দশমিনা উপজেলা আ’লীগ নেতা মোঃ জয়নাল আবেদিনের বিরোধ চলে আসছিল। সোমবার সকালে উপজেলা সদর থেকে ১৫/২০ জন ভাড়াটে লাঠিয়াল বাহিনী নিয়ে ওই বিরোধীয় জমিতে সীমানার দেয়াল নির্মাণ কাজ শুরু করে। বেলা ১১টার দিকে বারেক মৃধা গংরা ওই নির্মাণ কাজে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ভাড়াটে লাঠিয়াল বাহিনী বারেক গংদের মারধর শুরু করলে হামলা সংঘর্ষে রুপ নেয় । থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রে নেয়। এঘটনায় দু’ পক্ষের নারী পুরুষসহ কমপক্ষে- ১৫ জন আহত হয়। বারেক মৃধা গংদের মঞ্জু (৩৫), সাহিদা(৩২), হালিমা(৫০), মরিয়ম(৩০) , সুমন(২০) ও জয়নাল আবেদিন গংদের  হাচান(১৭), সাইদুর(১৭), ফয়েজ(১৮), হানিফ(১৮), সিহাব(১৭), আসাদুল ইসলাম(২০)কে গুরুত্বর আহত অবস্থায় দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী আহতরা প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছে। এ ব্যাপারে  মোঃ বারেক মৃধা বলেন, উক্ত জমি আমরা পৈত্তিক ও কবলা সূত্রে মালিক । আমাদের টাকা ও জনবল সংকটে থাকায় ওই পক্ষ ভাড়াটে লাঠিয়াল দিয়ে আমাদেও জমি দখলের চেষ্টা চালায় । মোঃ জয়নাল আবেদিন বলেন, ওই জমি আমার দখলে ছিল । দখল হয়ে যাওয়ার আশংকায় সীমানার দেয়াল নির্মান কাজ শুরু করলে প্রতিপক্ষ আমার কাজে বাধা দেয়। আমি কোন ভাড়াটে লাঠিয়াল নেইনি। তবে আমার ছেলে কবিরের কিছু বন্ধুরা দশমিনা থেকে ঘটনাস্থলে গিয়েছিল। দশমিনা থানার ওসি এস এম জালাল উদ্দিন এ প্রতিনিধিকে বলেন, আমার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন নেয় এবং বিরোধীয় জমির দেয়াল নির্মানের কাজ বন্দ রেখেছি।

বাংলাদেশ সময়: ১৫:১৭:৪৯ ● ৬৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ