পায়রায় অধিগ্রহনে তিনগুন ক্ষতিপূরণ না পাওয়ার শঙ্কায় ১৭২ কৃষক পরিবার

প্রথম পাতা » পায়রা বন্দর » পায়রায় অধিগ্রহনে তিনগুন ক্ষতিপূরণ না পাওয়ার শঙ্কায় ১৭২ কৃষক পরিবার
সোমবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৯


প্রতীকী ছবি

কলাপাড়া সাগরকন্যা প্রতিনিধি॥
পায়রা বন্দর ও সন্নিহিত এলাকায় ভূমি অধিগ্রহণের নিমিত্ত ক্ষতিপূরণ নির্ধারনে ক্ষতিগ্রস্তদের তিনগুন ক্ষতিপূরণ প্রদান নিয়ে কৃষকের মধ্যে শঙ্কা বাড়ছে। রুরাল পাওয়ার কোম্পানি (আরপিসিএল) লিমিটেড এর নির্মানাধীন তাপ বিদ্যুত কেন্দ্রের জন্য জমি অধিগ্রহনকৃত নিশানবাড়িয়ার ১৭২ কৃষক পরিবার এমন শঙ্কায় পড়েছেন। ফসলি জমি ও ঘরের ক্ষতিপূরণ যথাযথ ভাবে না পাওয়ার খবরে নিশানবাড়িয়া ও লোন্দা মৌজার মানুষ এমন উৎকন্ঠায় পড়েছেন। এনিয়ে কৃষকের মনে ক্ষোভ জমেছে।
পটুয়াখালী জেলার এলএ শাখার সার্ভেয়ার ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এবং বিদ্যুত কেন্দ্র নির্মান প্রতিষ্ঠান আরপিসিএল এর নির্বাহী প্রকৌশলীর যৌথ সার্ভে করার পরও ঘরের ক্ষতিপুরনের তিনগুন টাকা পাবে না এমন খবরে ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের মধ্যে এমন শঙ্কা দেখা দেয়। ক্ষতিগ্রস্ত কৃষক এবাদুল ইসলাম রিপন জানান, তাদের এলএ কেস নম্বর-১১/১৬-১৭ অনুসারে নিশানবাড়িয়া মৌজায় ঘরবাড়ি, পুকুর ও গাছপালার ক্ষীতপুরনের জন্য ক্ষতিগ্রস্তদের নামের তালিকা প্রস্তুত করতে এলএ শাখার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা তানিয়া ফেরদৌস, আরপিসিএলএর নির্বাহী প্রকৌশলী মোঃ ইকবাল করিম, অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এবিএম রুহুল আমিন, কানুনগো ওমর আলী মোল্লা, সার্ভেয়ার মোঃ এনামুল হক, হুমায়ুন কবির, আবুল কালামের সমন্বয়ে মাঠ পর্যায়ে এসে যৌথভাবে তদন্ত বই “ক” ফরম প্রস্তুত করেন ২০১৮ সালের ১১ জুন। পরে গণপূর্ত বিভাগের কর্মকর্তাবৃন্দ ঘরবাড়ি ও গাছপালার মূল্য নির্ধারণ করে অফিসে জমা দিয়েছেন। কিন্তু এলএও অফিসের কর্মচারীরা ৭ ধারার নোটিশ দিতে কালক্ষেপন করে আসছে। রিপনের অভিযোগ যারা তাঁদের ঘুষের টাকা দিতে রাজি আছে তাদের ক্ষতিপুরনের টাকা দিবে নইলে নয়। আর বাকিরা বঞ্চিত হবেন। এ কারণে ৭ ধারার নোটিশ বিতরণ করা হচ্ছে না। এর ফলে আরপিসিএলএর অধিগ্রহণ করা নিশানবাড়িয়া মৌজার ১৭২ পরিবারেএক ধরনের শঙ্কা বিরাজ করছে। তারা জানান, এমনিতেই গেল বছর, ২০১৮ সালে আমন ফসল পাননি। এখন এ মৌসুমে ঘর ও গাছপালার ক্ষতিপুরনের টাকা এবং ফসলি জমির তিনগুণ ক্ষতিপুরনের টাকা পেতেন তাইলে অন্যত্র গিয়ে কিছু ফসলী জমি কিনতে পারতেন। নিশানবাড়িয়ার কৃষক আপেল হাওলাদার, হোসেন হাওলাদার ও হাচন হাওলাদার তিন ভাই জানান, তারা ২০১৭ সালের মে মাসে ছয় ধারার নোটিশ পেয়েছেন। কিন্তু আজ অবধি তারা কেউ ক্ষতিপুরনের তিনগুনের টাকা পায়নি। এখন এরা তিন ভাই বর্তমানে বেকার রয়েছেন। একই অভিযোগ সালাউদ্দিন হাওলাদার, মিজানুর রহমান ও সানু হাওলাদারের। ১৭২টি পরিবারের সকল মানুষের অভিযোগের ধরন একই। ক্ষতিগ্রস্ত ভূমির মালিক জসিম মৃধা জানান, যেখানে পায়রা বন্দর কর্তৃপক্ষ তিন ধারার নোটিশ বাতিল করে ক্ষতিগ্রস্থদের তিনগুন ক্ষতিপুরন দেয়ার জন্য চার ধারার নোটিশ দিয়েছেন। একই মৌজায় তাইলে আরপিসিএল কেন তিনগুন দেয়ার সিদ্ধান্ত চুড়ান্ত করছে না। ২০১৭ সালে ২১ সেপ্টেম্বর এক সরকারি গেজেটে পেছনের সকল অধ্যাদেশ রহিত করা হয়েছে। সেখানে কেন আরপিসিএল এসব কার্যকর করছেনা। ১৭২টি পরিবারের বাড়িঘর গাছপালার ক্ষতিপুরন নিয়েও তালবাহানার অভিযোগ তাদের। আরপিসিএল এর নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল করিম জানান, যার যা ক্ষতি হয়েছে তা যথাযথভাবে সরকারি নির্দেশনা মতে প্রদান করা হবে। এ নিয়ে কারও কোন শঙ্কার কারন নেই। সকল বিষয়গুলো একটি চলমান প্রক্রিয়াধীন রয়েছে। ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এসএম মুনিম লিঙ্কন জানান, কাউকে হয়রানির কোন সুযোগ নেই। সরকারি যথাযথ নিয়ম মেনেই অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের সেবা দেয়া হচ্ছে। কোন হয়রানির সুযোগ নেই।

বাংলাদেশ সময়: ১৫:১৯:৫০ ● ৬৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ