
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা জেলার সংসদীয় দুই আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার পর্যন্ত এ দুই আসনে মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ১৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, বরগুনা-১ আসনে ৬ জন এবং বরগুনা-২ আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সংসদীয় আসন ১০৯ বরগুনা-১ (বরগুনা–আমতলী–তালতলী) থেকে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. অলি উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামের মুহিব্বুল্লাহ হারুন, খেলাফত মজলিসের মো. জাহাঙ্গীর হোসাইন, জাতীয় পার্টি (জেপি)-এর জামাল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান।
অন্যদিকে সংসদীয় আসন ১১০ বরগুনা-২ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন ১২ জন প্রার্থী। তারা হলেন- বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মণি, বাংলাদেশ জামায়াতে ইসলামের ডা. মো. সুলতান আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মিজানুর রহমান কাসেমী, খেলাফত মজলিসের মো. রফিকুল ইসলাম, জাতীয় পার্টির আব্দুল লতিফ ফরাজী, স্বতন্ত্র প্রার্থী মো. শামীম ও রাশেদুজ্জামান, বাংলাদেশ কংগ্রেসের সাব্বির আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর মো. সোলায়মান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সৈয়দ মো. নাজেম আফরোজ, বাংলাদেশ জাতীয় পার্টির কামরুজ্জামান লিটন এবং আম জনতা দলের মো. আলাউদ্দিন আকাশ।
জানা গেছে, বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে বরগুনা-১ আসনে মশিউর রহমান এবং বরগুনা-২ আসনে কেন্দ্রীয় ওলামা দল নেতা মো. শামীম নির্বাচনে অংশ নিচ্ছেন।
বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতিকুল ইসলাম জানান, বরগুনা-১ ও বরগুনা-২ আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাছলিমা আক্তার প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়।
তিনি আরও জানান, প্রাপ্ত তথ্যমতে নবগঠিত এনসিপি থেকে কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি।