বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু

প্রথম পাতা » রাজনীতি » বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু
শুক্রবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৯


আমীর খসরু মাহমুদ চৌধুরী (ফাইল ছবি)
ঢাকা সাগরকন্যা অফিস ॥
আবারও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি পুনর্গঠন করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ২১ সদস্যের এ কমিটির চেয়ারম্যান করা হয়েছে। শনিবার নতুন এই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে গত ১৭ জানুয়ারি বিএনপির ভাইস চেয়ারম্যানের নির্দেশে আগের কমিটি ভেঙে দেওয়া হয়। পুনর্গঠিত এ কমিটিতে নতুন কয়েকজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরইমধ্যে কমিটির নির্বাচিত সদস্যদের চিঠি দিয়ে জানানো হয়েছে। নতুন কমিটির সদস্যরা হলেন-বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, ড. এনামুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা মুন্নী, ব্যারিস্টার রুমিন ফারহানা, সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলালউদ্দিন, তাবিথ আউয়াল, জেবা খান প্রমুখ।

অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ বলেন, গত সপ্তাহে চিঠি পেয়েছি। নতুন আর কে কে অন্তর্ভুক্ত হয়েছেন, তা বলতে পারব না। আমীর খসরু মাহমুদ চৌধুরী কমিটির চেয়ারম্যান হয়েছেন। বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির আহ্বায়ক ইনাম আহমেদ চৌধুরীর পদত্যাগের কারণে আগের কমিটি ভেঙে দেওয়া হয়। গত ১৯ ডিসেম্বর ইনাম আহমেদ আওয়ামী লীগে যোগ দেন। এরপরই দলের নীতি ও বৈদেশিক কাজে নতুন অগ্রগতি আনতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৬:৩৬:৪৭ ● ৪০৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ