চরফ্যাশনে মৎস্য সপ্তাহ পালিত

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে মৎস্য সপ্তাহ পালিত
রবিবার ● ২৬ জুলাই ২০২০


---

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

স্বাস্থ্যবিধি মেনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র অর্থায়ন এবং পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর আয়োজনে মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটভুক্ত মৎস্য খাতের আওতায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে অভ্যন্তরীণ মুক্ত জলাশয় কচ্ছপিয়া খালে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
রবিবার (২৬ জুলাই) উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ কামাল উদ্দিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার, এফডিএর প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ, চরমানিকা ইউনিয়ন চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদার, সংস্থার মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাইদুর রহমান সহ প্রোগ্রামের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে স্থানীয় জনগণ এবং কর্ম এলাকার মাছ চাষী সদস্যবৃন্দ উৎসাহ-উদ্দীপনার সহিত অংশগ্রহন করেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ মৎস্য চাষ কলা কৌশল, মাছ উৎপাদন বৃদ্ধি, মৎস্য আহরণ বিধিমালাসহ মৎস্য খাতের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৭:১১ ● ৪২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ