আমতলীতে ভোকেশনাল পরীক্ষায় কক্ষ পরিদর্শককে অব্যাহতি

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে ভোকেশনাল পরীক্ষায় কক্ষ পরিদর্শককে অব্যাহতি
মঙ্গলবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৯


প্রতীকী ছবি

আমতলী সাগরকন্যা প্রতিনিধি॥
বরগুনার আমতলী এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে খাদিজা বেগম নামের এক কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার ইংরেজী প্রথম পত্র পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থীকে নকলে সহায়তার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন তাকে অব্যাহতি দিয়েছেন।
জানাগেছে, আমতলী এমইউ বালিকা বিদ্যালয় কেন্দ্র মঙ্গলবার ভোকেশনাল পরীক্ষার ইংরেজী প্রথম পত্র বিষয়ে পরীক্ষা চলছিল। ওই কেন্দ্রের ৩ নং কক্ষে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিল উপজেলার মহিষকাটা টেকনিক্যাল স্কুলের সহকারী শিক্ষিকা খাদিজা বেগম। কক্ষের এক পরীক্ষার্থীকে শিক্ষিকা খাজিদা বেগম নকলে সহায়তা করছিল। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন ওই শিক্ষিকাকে হাতে নাতে ধরে ফেলে। পরে তাকে সকল পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।
আমতলী এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র সচিব মোঃ আকমল হোসেন বলেন, নকলে সহায়তার অপরাধে শিক্ষিকা খাজিদা বেগমকে সকল পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৮:৩৯ ● ৪৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ