চাল চুরির অভিযোগে জেলে পাথরঘাটায় ইউপি চেয়ারম্যানকে আ’লীগ থেকেও বহিষ্কার

প্রথম পাতা » বরগুনা » চাল চুরির অভিযোগে জেলে পাথরঘাটায় ইউপি চেয়ারম্যানকে আ’লীগ থেকেও বহিষ্কার
বুধবার ● ২২ এপ্রিল ২০২০


---

পাথরঘাটা (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥
বরগুনার পাথরঘাটায় জেলেদের চাল চুরির অভিযোগে উপজেলার কাঁকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুকে বহিষ্কার করা হয়েছিল। এবার তাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়ে দল থেকেও বহিষ্কার করা হয়েছে। পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগ মঙ্গলবার রাতে এক সভায় ওই চেয়ারম্যানকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেন। চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু বর্তমানে বরগুনা কারাগারে রয়েছেন। পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. জাবের হোসেনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, কাঁকচিড়া ইউনিয়নের কার্ডধারী জেলেদের জন্য বরাদ্দকৃত সাড়ে ২৭ মেট্রিক টন চাল আত্মসাৎ করেছিল চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু। এ ঘটনায় ৪ এপ্রিল দুপুরে  ওই চেয়ারম্যানকে নৌবাহিনীর সহায়তায় গ্রেফতার করে বরগুনার ডিবি পুলিশ।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম কবির জানান, ঘটনাস্থল পরিদর্শন ও সুবিধাভোগীদের সঙ্গে কথা বলে তারা এ অনিয়মের প্রমাণ পেয়েছেন। তিনি আরও জানান, চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু তার ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দকৃত ৪৪ মেট্রিক টন চালের মধ্যে মাত্র সাড়ে ১৬ মেট্রিক টন চাল বিতরণের তথ্য প্রমাণ দিতে পেরেছেন। বাকি সাড়ে ২৭ মেট্রিক টন চাল ৯১৬ বস্তা বিতরণের প্রমাণে ব্যর্থ হয়েছেন। মোস্তফা গোলাম কবির জানান, চাল আত্মসাতের ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা চলমান রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ওই চেয়ারম্যানকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করেছে। বর্তমানে তিনি বরগুনা জেলা কারাগারে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০:৫৮:৪৯ ● ৩৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ