কলাপাড়ায় পবিত্র কুরআন তেলাওয়াত প্রশিক্ষন কর্মশালা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » কলাপাড়ায় পবিত্র কুরআন তেলাওয়াত প্রশিক্ষন কর্মশালা
বৃহস্পতিবার ● ৫ মার্চ ২০২০


কলাপাড়ায় পবিত্র কুরআন তেলাওয়াত  প্রশিক্ষন কর্মশালা

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়ায় হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কলাপাড়া উপজেলা ও মহিপুর থানা শাখার উদ্দ্যোগে ৫ নিব্যাপী কুরআনের শুদ্ধ উচ্চারন, সুন্দর ভাষায় পবিত্র কুরআন তেলাওয়াত প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে স্থানীয় কলাপাড়া বড় জামে মসজিদের দোতালায় আন্তর্জাতিক পুরস্কার খ্যাত বাংলাদেশ হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব হাফেজ ক্বারী মাঞ্জুর বিন মস্তফা সাহেবের আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে এ কুরআন প্রশিক্ষন শেষ হয়।

বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সমাপ্তি অধিবেশনে হাফেজ মো: আ: শাকুরের সঞ্চালনায় কলাপাড়া পৌরসভার কাউন্সিলর হাফেজ মো: আল-আমিন সরদারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাধারন সম্পাদক মোশারেফ মিন্টু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, ইউনিনিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল কবির মুরাদ, আনন্দ টিভির কলাপাড়া প্রতিনিধি সুজন মৃধা।

উল্লেখ্য, গত রবিবার থেকে শুরু হওয়া এ পবিত্র কুরআন প্রশিক্ষনে কলাপাড়া উপজেলা, মহিপুর থানার বিভিন্ন মাদ্রাসা থেকে ৮১৩ জন ছাত্র এ প্রশিক্ষনে অংশ নেয়। কর্মসূচীতে অংশ নেয়া আলিপুর বশিরিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলা না মো: রবিউল ইসলাম, কলাপাড়া পৌরসভার এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মো: মুসা বিশ^াস, লতাচাবলী ইউনিয়নের রসুলপুর কামালউদ্দিন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মো: জামাল উদ্দিন, কোমড়পুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মো: জাহাংগীর আলম, বাদুরা সইলাবুনিয়া আলদুরুল উলুম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মো: বেলাল জানান, ৫ দিনের প্রশিক্ষনে তাদের ছাত্ররা পবিত্র কুরআনের শুদ্ধতা, সিফাত, কাইফিয়ত বেশ ভালোভাবেই শিখেছেন এবং ইসলামকে আরো পরিশুদ্ধভাবে রপ্ত করতে পেরেছেন।

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন, বাংলাদেশ – এর আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। সবশেষে মাদ্রাসা ছাত্র মনোয়ার হোসেন মুন্নার সমধুর কন্ঠে ইসলামিক গজল পাঠের মধ্যে দিয়ে ৫ দিন ব্যাপী কুরআন প্রশিক্ষন কর্মসূচী সমাপ্তি ঘোষনা করা হয়।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ২২:২১:১৫ ● ৪৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ