কলাপাড়ায় ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২শ’ পরিবারকে ছাগল সবজি বীজ বিতরণ

প্রথম পাতা » বিবিধ » কলাপাড়ায় ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২শ’ পরিবারকে ছাগল সবজি বীজ বিতরণ
বুধবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২০


কলাপাড়ায় ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২শ’ পরিবারকে ছাগল সবজি বীজ বিতরণ

কলাপাড়া(পটুয়াখালী)সাগরকন্যা অফিস॥

কলাপাড়ার লালুয়ায় ঘুর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত দুই শ’ পরিবারের নারী সদস্যদের বিনামূল্যে একটি করে ছাগল এবং ১১ ধরনে সবজির বীজ বিতরণ করা হয়েছে।
বেসরকারী উন্নয়ন সংস্থা আভাসের বাস্তবায়নাধীন ওয়ার্ল্ড জিউইস রিলিফ এর অর্থায়নে এসব বিতরণ করা হয়। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে লালুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাপাড়ার ইউএনও মো. মুনিবুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির। সভাপতিত্ব করেন আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, সঞ্চালনা করেন আভাসের উপজেলা ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম।
এর আগে সুফলভোগীদেও অংশগ্রহনে স্বাস্থ্য, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বাড়ির আঙিনায় সবজি চাষ এবং ছাগল পালন বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৭:৪১ ● ৩২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ