কলাপাড়ায় চার ড্রেজার মালিককে দুই লাখ টাকা জরিমানা

প্রথম পাতা » বিবিধ » কলাপাড়ায় চার ড্রেজার মালিককে দুই লাখ টাকা জরিমানা
সোমবার ● ২৫ নভেম্বর ২০১৯


কলাপাড়ায় চার ড্রেজার মালিককে দুই লাখ টাকা জরিমানা

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়ার রাবনাবাদ চ্যানেলের ঢোশ সাগর মোহনা থেকে অবৈধভাবে ড্রেজার লাগিয়ে বালু উত্তোলনকালে চার ড্রেজার মালিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (২৫ নবেম্বর ) দুপুরে এদের আটক করা হয়। আটককৃত ড্রেজার এম ভি হিমেলের মালিক জাকির হোসেন, এম ভি সোনাওগাঁও এর মালিক সাফায়েত হোসেন, এম ভি সায়মার মালিক ফোরকান ও এম ভি তানজিল জিসানের মালিক মজিবর রহমানকে এ জরিমানা করা হয়েছে।
কলাপাড়ার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাশ জানান, বালুমহল না হলেও ঢোশ স্পট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে কোস্টগার্ড এর সহযোগিতায় অভিযান চালানো হয়। আটক চার ড্রেজার মালিকদের ৫০ হাজার টাকা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দেয়া হয়েছে। এ সময় কোস্টগার্ড রাবনাবাদ ক্যাম্পের পি ও মো. আসাদুর রহমান উপস্থিত ছিলেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৬:৩৫ ● ৭৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ