বানারীপাড়ায় বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্ধোধন

প্রথম পাতা » খেলা » বানারীপাড়ায় বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্ধোধন
বৃহস্পতিবার ● ১০ অক্টোবর ২০১৯


---

বানারীপাড়া সাগরকন্যা প্রতিনিধি॥
বানারীপাড়ায় বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্ধোধন করা হয়েছে। বুধবার বিকেল ৩টায় সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন পাইটল মাঠে বানারীপাড়া স্পোটিং ক্লাব আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করেন, প্রধান অতিথি বরিশাল-২ আসনের এমপি ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম। এ সময় তিনি বলেন, সমাজের যুবক শ্রেণীদের খেলাধুলায় মনোযোগী হতে হবে। এক্ষেত্রে তিনি সব ধরণের ব্যবস্থ্যা গ্রহন করবেন বলেও উল্লেখ করেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমান, মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল আহসান, ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু। বানারীপাড়া স্পোটিং ক্লাবের সভাপতি রুহুল আমিন শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মাহামুদ হোসেন মাখন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা সরদার, আক্তার হোসেন মোল্লা, বানারীপাড়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি মো.ওয়াহেদুজ্জামান দুলাল প্রমূখ।
এদিকে উদ্ধোধনী খেলায় উজিরপুর’র শিকারপুর একাদশ ৫-১ গোলে চাখার ক্যাবল নেটোয়ার্ককে পরাজিত করে। প্রসংঙ্গত এ টুর্নামেন্টে বিভিন্ন জেলা-উপজেলার মোট ১৬টি দল অংশগ্রহন করে।

বাংলাদেশ সময়: ১০:৩০:০৮ ● ৫৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ