
সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালীর বাউফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বাউফল পাবলিক ফিল্ডে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মানুষের ঢল নামে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও জোটের শীর্ষ নেতা আল্লামা মামুনুল হক বলেন, এ দেশের মানুষ এক ফ্যাসিস্টকে সরিয়ে আরেক ফ্যাসিস্টকে ক্ষমতায় বসানোর জন্য রক্ত দেয়নি। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিমুক্ত। জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই ১০ দলীয় ঐক্য গঠিত হয়েছে। ন্যায় ও ইনসাফের লড়াইয়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
প্রধান বক্তার বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, বাউফলবাসী সৌভাগ্যবান যে তারা ড. শফিকুল ইসলাম মাসুদের মতো একজন শিক্ষিত, সৎ ও জনবান্ধব প্রার্থী পেয়েছেন। তিনি বলেন, দেশ গড়ার সংগ্রামে আর কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজের ঠাঁই হবে না।
বিশেষ অতিথির বক্তব্যে মরহুম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র শামীম সাঈদী বলেন, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। ইনসাফ কায়েমের লক্ষ্যে ১০ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
নিজ বক্তব্যে জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, তিনি এমপি হতে নয়, বরং বাউফলবাসীকে এমপি বানাতে চান। ক্ষমতার মোহ নয়, জনগণের ছিনতাই হওয়া অধিকার ফিরিয়ে দিতেই তাঁর এই লড়াই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়ন ঘটিয়ে একটি আধুনিক ও ইনসাফভিত্তিক বাউফল গড়ে তোলা হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার আমীর মাওলানা মুহা. ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে জোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দুপুর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে হাজার হাজার মানুষ সমাবেশস্থলে যোগ দেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত পরিবেশে বক্তারা আগামী নির্বাচনে ড. শফিকুল ইসলাম মাসুদকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।