সর্বশেষ
পটুয়াখালী-৪ আসনে কুয়াকাটায় সাংবাদিকদের সঙ্গে ১০ দলীয় জোট প্রার্থীর মতবিনিময় বাউফলে ১০ দলীয় ঐক্যের সমাবেশ ফ্যাসিস্টকে সরিয়ে আরেক ফ্যাসিস্টকে ক্ষমতায় বসাতে মানুষ রক্ত দেয়নি– মামুনুল হক মঠবাড়িয়ায় সরকারি খাল খননে বাধা: কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ বরগুনায় যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি নারী আটক দশমিনা বিএনপির সাবেক সম্পাদক জোট প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা গলাচিপা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পিরোজপুর-১ আসনে ধানের শীষ প্রার্থীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা বাউফল উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ‘অবাঞ্ছিত’ ঘোষণা পদবঞ্চিতদের

পটুয়াখালী-৪ আসনে কুয়াকাটায় সাংবাদিকদের সঙ্গে ১০ দলীয় জোট প্রার্থীর মতবিনিময়

হোম পেজ » কুয়াকাটা » পটুয়াখালী-৪ আসনে কুয়াকাটায় সাংবাদিকদের সঙ্গে ১০ দলীয় জোট প্রার্থীর মতবিনিময়
শনিবার ● ২৪ জানুয়ারী ২০২৬


 

পটুয়াখালী-৪ আসনে কুয়াকাটা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ১০ দলীয় জোট প্রার্থীর মতবিনিময়

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী) 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদ কুয়াকাটা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শনিবার বিকেলে কুয়াকাটা প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময়কালে ডা. জহির উদ্দিন আহমেদ বলেন, নির্বাচিত হলে কুয়াকাটাকে আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তর, স্বাস্থ্য ও নাগরিক সেবার উন্নয়ন এবং ন্যায় ও ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করবেন। তিনি বলেন, সমাজে চাঁদাবাজি ও মাদক থাকবে না। এ লক্ষ্যে তিনি ইসলামের স্বার্থে ‘দেয়াল ঘড়ি’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

 

তিনি নিজের সততাকে মূলধন হিসেবে উল্লেখ করে সচ্ছতার প্রতিশ্রুতি দেন এবং জনগণের সমর্থন ও সহায়তা কামনা করেন। একই সঙ্গে তিনি জানান, আওয়ামী লীগ আমলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি দৃঢ়ভাবে বলেন, কখনোই আওয়ামী লীগের সঙ্গে তাঁর সম্পৃক্ততা ছিল না। নির্বাচিত হলে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করার আশ্বাসও দেন তিনি।

 

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা মিজানুর রহমান। উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কলাপাড়া উপজেলা সভাপতি মাওলানা মো. সাইফুর রহমান, রাঙ্গাবালী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. কবির হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার সভাপতি মাওলানা মো. শহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মাওলানা আল আমিন, মাওলানা নুরুল ইসলাম জিহাদি, মাওলানা মাঈনুল ইসলাম মান্নানসহ ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা।

বাংলাদেশ সময়: ২২:১৮:৪৯ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ