সর্বশেষ
পটুয়াখালী-৪ আসনে কুয়াকাটায় সাংবাদিকদের সঙ্গে ১০ দলীয় জোট প্রার্থীর মতবিনিময় বাউফলে ১০ দলীয় ঐক্যের সমাবেশ ফ্যাসিস্টকে সরিয়ে আরেক ফ্যাসিস্টকে ক্ষমতায় বসাতে মানুষ রক্ত দেয়নি– মামুনুল হক মঠবাড়িয়ায় সরকারি খাল খননে বাধা: কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ বরগুনায় যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি নারী আটক দশমিনা বিএনপির সাবেক সম্পাদক জোট প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা গলাচিপা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পিরোজপুর-১ আসনে ধানের শীষ প্রার্থীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা বাউফল উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ‘অবাঞ্ছিত’ ঘোষণা পদবঞ্চিতদের

মঠবাড়িয়ায় সরকারি খাল খননে বাধা: কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ

হোম পেজ » পিরোজপুর » মঠবাড়িয়ায় সরকারি খাল খননে বাধা: কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ
শনিবার ● ২৪ জানুয়ারী ২০২৬


 

মঠবাড়িয়ায় সরকারি খাল খননে বাধা: কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর) 

পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারি খাল পুনঃখননে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। শনিবার (২৪ জানুয়ারি) উপজেলার সাপলেজা ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের হাসানিয়া আলীম মাদরাসা সড়কে এ কর্মসূচি পালিত হয়।

 

মানববন্ধনে স্থানীয় কৃষক জাকির দর্জি, হারুণ দফাদার, জসিম দফাদার, চুন্নু দফাদার, শংকর মিত্র, ফারুক হোসেনসহ অনেকে বক্তব্য দেন। বক্তারা বলেন, সাপলেজা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চড়কখালী–তাফালবাড়িয়া গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া ঘরনলীশাখা খালটি দীর্ঘদিন নাব্যতা হারিয়ে কার্যত জমির সঙ্গে মিশে গেছে। এতে খালের দুই পাশে প্রায় ৪০০ হেক্টর জমির মালিকরা বছরের পর বছর জলাবদ্ধতার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন; বীজতলা নষ্ট হওয়া ও মৌসুমি সবজি চাষে ব্যাপক ক্ষতির কথাও তুলে ধরেন তারা।

 

বক্তারা জানান, কয়েক মাস আগে খালটি পুনঃখননের কাজ শুরু হলেও সম্প্রতি স্থানীয় একটি অসাধু চক্র খনন কাজে বাধা সৃষ্টি করলে কার্যক্রম বন্ধ হয়ে যায়। মানববন্ধনে অবিলম্বে খনন কাজ পুনরায় শুরু করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমি বলেন, ওই এলাকা অত্যন্ত কৃষি সম্ভাবনাময়। কৃষির স্বার্থে খাল খনন অত্যন্ত জরুরি- প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।

বাংলাদেশ সময়: ২১:৪৫:৪৬ ● ৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ