নীরব অন্য দুই প্রার্থী বরগুনা-১ আসনে প্রতীক পেয়ে মাঠে বিএনপি ও ইসলামী আন্দোলন

হোম পেজ » বরগুনা » নীরব অন্য দুই প্রার্থী বরগুনা-১ আসনে প্রতীক পেয়ে মাঠে বিএনপি ও ইসলামী আন্দোলন
শুক্রবার ● ২৩ জানুয়ারী ২০২৬


 

বরগুনা-১ আসনে প্রতীক পেয়ে মাঠে বিএনপি ও ইসলামী আন্দোলন

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনে নির্বাচনী প্রচারে নেমেছেন দুই প্রার্থী। তারা হলেন জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. ওলী উল্লাহ। প্রতীক পাওয়ার পরপরই তারা তিন উপজেলাজুড়ে জোরেশোরে প্রচারণা শুরু করেছেন।

এই আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ১০ দলীয় জোট প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গির হোসাইন এবং জাতীয় পার্টি-জেপি প্রার্থী মো. জামাল হোসাইনের পক্ষে এখনো কোনো দৃশ্যমান প্রচারণা শুরু হয়নি। শুক্রবার খোঁজ নিয়ে জানা গেছে, আমতলী, তালতলী ও বরগুনা সদর উপজেলায় বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীর প্রচার কার্যক্রম চলমান থাকলেও অন্য দুই প্রার্থীর প্রচার চোখে পড়েনি।

এ বিষয়ে জাতীয় পার্টি-জেপি প্রার্থী মো. জামাল হোসাইন বলেন, গুছিয়ে উঠতে একটু সময় লাগছে, তবে দ্রুতই প্রচারণা শুরু করা হবে। ১০ দলীয় জোট প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গির হোসাইনও একই কথা জানিয়ে বলেন, শিগগিরই মাঠে নামবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. ওলী উল্লাহ জানান, প্রতীক পাওয়ার সঙ্গে সঙ্গেই তিন উপজেলায় আচরণবিধি মেনে প্রচারণা শুরু করেছেন। বিএনপি প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, আচরণবিধি অনুসরণ করে প্রতিটি ইউনিয়নে জোরেশোরে প্রচার চালানো হচ্ছে। এদিকে আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান, সব প্রার্থীকে আচরণবিধি মেনে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে এবং বিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১৭:১২:১৪ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ