গৌরনদীতে নির্বাচনী প্রচারাভিযান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে নির্বাচনী প্রচারাভিযান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শুক্রবার ● ২৩ জানুয়ারী ২০২৬


 

গৌরনদীতে নির্বাচনী প্রচারাভিযান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশাল-১ আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারাভিযান আরও কার্যকর ও সংগঠিত করতে গৌরনদী উপজেলায় একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে গৌরনদী উপজেলা নির্বাচনী কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় নির্বাচনী আচরণবিধি, ভোটারদের সঙ্গে যোগাযোগের কৌশল, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, দলীয় বার্তা সঠিকভাবে উপস্থাপন এবং গুজব মোকাবিলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষকরা বাস্তব অভিজ্ঞতা ও উদাহরণ তুলে ধরে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, বরিশাল জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোরশেদ মাসুদ, জেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম কাফি, উপজেলা যুবদল নেতা মো. সিরাজ সরদার, পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাব সরদারসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মশালায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রচার টিমের সদস্য ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন। বক্তারা বলেন, শান্তিপূর্ণ ও ইতিবাচক নির্বাচনী প্রচারাভিযান নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ সময়োপযোগী ও কার্যকর ভূমিকা রাখবে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে প্রয়োগ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৭:০২:২২ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ