গৌরনদীতে নির্বাচনীয় প্রস্তুতি ও মাদকবিরোধী কার্যক্রমে আলোচনা সভা

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে নির্বাচনীয় প্রস্তুতি ও মাদকবিরোধী কার্যক্রমে আলোচনা সভা
বুধবার ● ১৪ জানুয়ারী ২০২৬


 

গৌরনদীতে নির্বাচনীয় প্রস্তুতি ও মাদকবিরোধী কার্যক্রমে আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী মডেল থানার উদ্যোগে নির্বাচনীয় প্রস্তুতি ও মাদকবিরোধী কার্যক্রম বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) গৌরনদী মডেল থানায় আয়োজিত এ সভায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেলসহ উপজেলার সকল গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সভায় ওসি মো. তারিক হাসান রাসেল অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনীয় সচেতনতা বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাঠপর্যায়ে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভোটারদের সচেতন করা, গুজব প্রতিরোধ, সহিংসতা এড়িয়ে চলা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।

 

এছাড়া আলোচনা সভায় মাদক নির্মূলে গ্রাম পুলিশের সক্রিয় ভূমিকা, তথ্য সংগ্রহ এবং সমন্বিত অভিযানের মাধ্যমে সমাজ থেকে মাদক দূর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে গ্রাম পুলিশ সদস্যরা নির্বাচন ও মাদকবিরোধী কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৩:৪৫:৪৭ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ