মোংলায় গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে এনসিপি প্রার্থী মোল্লা রহমাতুল্লাহর প্রচারণা

হোম পেজ » খুলনা » মোংলায় গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে এনসিপি প্রার্থী মোল্লা রহমাতুল্লাহর প্রচারণা
শনিবার ● ১০ জানুয়ারী ২০২৬


 

মোংলায় গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে এনসিপি প্রার্থী মোল্লা রহমাতুল্লাহর প্রচারণা

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম মুখ্য সংগঠক ও দলটির মনোনীত বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য প্রার্থী মোল্লা রহমাতুল্লাহ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সকালে তিনি মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় এই প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন।

প্রচারণাকালে উপস্থিত ছিলেন এনসিপির বাগেরহাট জেলা প্রতিনিধি আবু হাসান, মোংলা উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ মেরিন, বাগেরহাট জেলা যুবশক্তির রিপন হালদার, মোংলা পৌর নেতা সোহেল হোসেনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় মোল্লা রহমাতুল্লাহ বলেন, অনেকের রক্ত ও ত্যাগের বিনিময়ে দেশের মানুষের অধিকার পুনরুদ্ধার হয়েছে। ফ্যাসিবাদীরা যেন পুনরায় ফিরে আসতে না পারে, সে জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি ও জনসচেতনতা বৃদ্ধিতে তারা কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:৫১ ● ৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ