দশমিনায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ
শুক্রবার ● ২ জানুয়ারী ২০২৬


দশমিনায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পটুয়াখালীর দশমিনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর দশমিনা উপজেলা মসজিদে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মো. আবু বক্কর। এতে উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম খান, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব গাজী সালাউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, সাবেক স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাওফাত ইসলাম মাওনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:৫৮:২৪ ● ৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ