গলাচিপায় সাংবাদিক পরিবারকে মামলা দিয়ে হয়রানি!

হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় সাংবাদিক পরিবারকে মামলা দিয়ে হয়রানি!
শুক্রবার ● ২ জানুয়ারী ২০২৬


গলাচিপায় সাংবাদিক পরিবারকে মামলা দিয়ে হয়রানী!

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
গলাচিপায় সহকারী অধ্যাপক ও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ এবং তার পরিবার মিথ্যা মামলা দিয়ে হয়রানী শিকার হচ্ছেন। জানা গেছে, মরিয়ম আক্তার গত ৩০ ডিসেম্বর মো. হারুন অর রশিদসহ ১৫ জনের নাম উল্লেখ করে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গলাচিপা পৌরসভার ৪ নং ওয়ার্ডের রতনদী মৌজার ৪টি দাগের ৪৮.৫ শতাংশ জমি ১৯৮১ সালে হারুন অর রশিদের পিতা ক্রয় করেন। বর্তমানে ওই জমিতে দুইটি বাড়ি সহ হারুন অর রশিদের দুই ভাই বসবাস করেন। অভিযোগে বলা হয়েছে, স্বেচ্ছাসেবক লীগের সদস্য কাইয়ুম মাহমুদ বারবার ওই জমিতে দখলের চেষ্টা চালাচ্ছেন। সম্প্রতি জমিতে বাউন্ডারি দিতে গেলে তিনি ও তার অনুসারীরা হামলা চালান, যার ফলে হারুন অর রশিদ, তার ভাই আবুল কাশেম, তাদের ভাতিজা আফ্রিদি ও অনিক এবং ভাইঝি অনু গুরুতর আহত হন। আফ্রিদি ও অনু বর্তমানে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
হামলার পর হারুন অর রশিদ ২৯ ডিসেম্বর ৯ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা দায়ের করেন। তিনি দাবি করেন, মরিয়ম আক্তারের দায়েরকৃত মামলা মিথ্যা ও বানোয়াট। মামলায় উল্লেখিত সময়, ঘটনা স্থল ও আসামিদের বয়স ও অবস্থান সংক্রান্ত তথ্য সত্যের সাথে মেলে না। স্থানীয়রা এবং ঘটনায় প্রত্যক্ষভাবে যুক্ত ব্যক্তিরা জানান, মামলা সম্পূর্ণ ভিত্তিহীন।
গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান বলেন, তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯:০৫:৩৯ ● ৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ